নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পথে বাংলাদেশ। সিলেট টেস্টের চতুর্থদিনেই জয়ের বেশ কাছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টাইগারদের দেওয়া ৩৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে কিউইরা।
ম্যাচের শেষ দিনে (শনিবার) ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ৩ উইকেট। নিউজিল্যান্ডের দরকার ২১৯ রান। টাইগারদের এই এগিয়ে থাকায় বড় অবদান বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। তবে তারপরও আলোচনায় সাকিব আল হাসানের না থাকার বিষয়টি। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসা তাইজুলের কাছে জানতে চাওয়া হয় সাকিব না থাকায় ভূমিকা বেড়েছে কি না!
তাইজুল বলেন, ‘আরেকজনেরটা তো আমি করতে পারব না। আরেকজন আবার আমারটা করতে পারবে না। আমি আমার পরিকল্পনাতেই থাকি। সাকিব ভাই থাকুক আর না থাকুক। আমার সাথে আরও স্পিনাররা আছে। গেম বাই গেম প্ল্যান এরকম হয়- কেউ উইকেট নিবে কেউ রান আটকে রাখবে। আমি রান আটকালে হয়ত মিরাজ বা নাঈম উইকেট পেত। যে থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলছি কি না এটাই জরুরী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post