স্পোর্টস ডেস্কঃ পরিসংখ্যানের দিক থেকে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে সেই সফলতা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল দলের সামনে। সেমি ফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও, কেবল সুপার এইটে নাম লিখিয়েই তৃপ্তির ঢেঁকুর তুলেছে টাইগাররা। তাই কাগজে-কলমে সফল হলেও, মোটা দাগে ব্যর্থই দল।
আর সেই ব্যর্থতার পেছনে অন্যতম বড় কারণ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের অফ ফর্ম। দুজনের পারফরম্যান্স না থাকা, বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছে। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে, সেই কথা অকপটে স্বীকারও করেছেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।
সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে করা প্রশ্নে বিমানবন্দরে তাসকিন গণমাধ্যমকে বলেন, ‘দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। ৪৭ দিন একসঙ্গে ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। মাঠের বাইরে সব ভালো ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post