নিজস্ব প্রতিবেদক:: শেষ পর্যন্ত সিলেটে ‘ক্লোজডোর’ অনুশীলন ক্যাম্পে থাকলেন না সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ককে ছাড়াই তিন দিনের অনুশীলন ক্যাম্প করতে বিকেলে সিলেটে যাচ্ছে টাইগাররা। ঢাকা থেকে বিমান যোগে বিকেলেই সিলেটে টিম হোটেলে পৌঁছার কথা বাংলাদেশ দলের।
সিলেটের মিডিয়া কর্মকর্তা ফরহাদ কোরেশী বিষয়টি নিশ্চত করে এসএনপিস্পোর্টসকে জানিয়েছেন, বিকেলের ফ্লাইটে সিলেটে পৌঁছাবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকেই শুরু হবে অনুশীলন।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, কোচিং স্টাফের অন্যান্য সদস্য থেকে শুরু করে জাতীয় দলের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই সিলেটের ক্যাম্পে থাকবেন। তবে ছুটি নিয়ে পরিবারের কাছে যাওয়ায় সাকিব থাকছেন না এই ক্যাম্পে। তিনি যুক্তরাষ্ট্র থেকেই ইংল্যান্ডে দলের সাথে যোগ দেবেন।
এই ক্যাম্পে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদেরও রাখা হবে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই পাইপলাইনে থাকা ক্রিকেটাররা থাকবেন ক্যাম্পে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post