স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্ট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ভুগেছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে রাখতে পারেন নি অবদান। তাতে কাছে গিয়েও হারতে হয় টাইগারদের। নিউইয়র্কে সোমবার আগে ব্যাট করতে নেমে ১১৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ১ ওভার বল করে ৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এরপর ব্যাট হাতে চরম ব্যর্থ হন সাকিব।
দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়ার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন সাকিব। বাংলাদেশও চাপে পড়েছিল সেখান থেকে। ১১৪ রানের ছােট্ট লক্ষ্যের ম্যাচটিতে বাংলাদেশ হারে ৪ রানে। আর তাতে সাকিবের দায়ও দেখছেন অনেকে। ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিবের ওপর একপ্রকার ক্ষোভ ঝাড়লেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। সাকিবের অবসর নেয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী এই তারকা, আমি আগের আসরেই বলেছি, তার (সাকিব আল হাসান) আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা উচিত না।’
বিশ্বকাপের পর সাকিবকে আরে দলে দেখতে চান না শেবাগ। তাঁর মতে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, ‘কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় নির্বাচকদের এসেছে। তরুণদের সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, যদি আপনি ফল না পান, তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন। অন্তত তাতে ওদের অভিজ্ঞতা তো হবে। এরা তো তা থেকে কিছু শিখবে, সামনে অবদান রাখতে পারবে। অভিজ্ঞ খেলোয়াড়কে কেন নিয়ে আসা হয়-কারণ, সে পরিস্থিতি সামাল দিতে পারে। দলের পরিবেশ ঠিক রাখে, অভিজ্ঞতা দিয়ে রান করবে, উইকেট নেবে, ডট বল দেবে। সাকিব তো এসব কিছুই করতে পারছে না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত। কিংবা ওকে খেলানো উচিত।’
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post