নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
আর সেই টস জিতেছেন অধিনায়ক রংপুর রাইডার্স অধিনায়ক শোয়েব মালিক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
হার দিয়ে বিপিএল শুরু করলেও, বরিশাল আছে প্রেক্ষাপটেই এখন। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান গেল আসরের রানার্সআপদের। এবারও সেই জয়ের ধারা অব্যাহত রাখতেই নেমেছে মাঠে।
অপরদিকে ৪ ম্যাচ খেলে দুটি করে জয় ও পরাজয়ে রংপুরের পয়েন্ট ৪। বর্তমানে টেবিলের চার নম্বরেই অবস্থান করছে দলটি। নিজেদের সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে রংপুর। এবার জয়ে ফেরার মিশন সাবেক চ্যাম্পিয়নদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post