নিজস্ব প্রতিবেদক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শিরোপা ঘরে তুললো আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনে সাকিবকে খেলিয়েও আবাহনীকে হারাতে পারেনি শেখ জামাল। বাংলার ক্রিকেটের বড় তারকা সাকিব ব্যাট হাতে খুব একটা খারাপ করেননি। তবুও দিন শেষে হেরেছে তার দল।
আগে ব্যাট করা শেখ জামাল জিয়াউর রহমান, সাকিব আল হাসানদের ব্যাটে চড়ে ৯ উইকেটে ২৬৭ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা আবাহনী এনামুল হক বিজয়, আফিফ হোসে ধ্রুব ও মোসাদ্দেক হোসেনদের ব্যাটে চড়ে ছয় উইকেট হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ২৩তম বার জিতলো প্রিমিয়ার লিগের শিরোপা।
২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা আবাহনীর শুরুটা অবশ্য ভাল হয়নি। দুই ওপেনার নাঈম শেখ ২১ ও সাব্বির হোসেন ৬ রানে ফিরেন সাজঘরে। এরপরই ঘুরে দাঁড়ায় দলটি। বিজয়-আফিফের ব্যাটে গড়ে প্রতিরোধ। চার চার ও দুই ছক্কায় ৮০ বলে ৬৭ রান করে সাজঘরে ফিরেন বিজয়।
আফিফ খেলেন সর্বোচ্চ রানে্র ইনিংস। আট চার ও দুই ছক্কায় সাজান ৮৮ বলে ৮৩ রানের ম্যাচ জয়ী ইনিংসটি।৫৪ বলে ৫৩ রানের দারুণ কার্যকরী এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক। কোনো চার না হাঁকালেও চারটি ছক্কার মার ছিলো তার ইনিংসে। ইনিংসের এক বল হাতে রেখেই ৬ উইকেটে ২৭৩ রান তুলে দলটি।
শেখ জামালের হয়ে শফিকুল ইসলাম ২টি উইকেট লাভ করেন।
আগে ব্যাট করতে নামা শেখ জামাল জিয়াউর ইসলাম ও সাকিবের ব্যাটে চড়ে ৯ উইকেটে ২৬৭ রান তুলে। ছয় চার ও আট ছক্কায় ইনিংস সর্বোব্ব ৮৫ রানের ইনিংস খেলেন জিয়াউর রহমান। ৫৮ বলে সাজিয়েছেন তার ‘বিস্ফোরক’ ইনিংসটি।
দুই চার ও তিন ছক্কার ইনিংসে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সাকিব। ৫৬ বলে খেলেছেন ৪৯ রানের ইনিংস। এছাড়াও ৪১ রান করেছেন সোহান।
আবাহনীর হয়ে রাকিবুল ও সাকিব ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post