স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের মঞ্চে ওয়ানডে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। ভারতের বিপক্ষে শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরে অভিষেক ক্যাপ পেলেন ডানহাতি এই পেসার। সিলেটের এই গতি তারকা এর আগে জিতেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলেও। এবার এশিয়া কাপের দলে যুক্ত হন মূলত এবাদত হোসেনের চোটে।
সুপার ফোরে অনেকটা নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। কিছুটা কম তীব্রতার এই ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি সাকিব আল হাসানের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।বাংলাদেশ একাদশে এনেছে একাধিক বদল। অভিষেক হয়েছে ডানহাতি পেসার সাকিবের। এছাড়া নাঈম শেখের বদলে একাদশে এসেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে খেলছেন এনামুল হক বিজয়। তাসকিন আহমেদও পেয়েছেন বিশ্রাম। একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত পাঁচটি বদল এনেছে তাদের একাদশে। এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে অভিষেক হচ্ছে ব্যাটার তিলক বর্মার।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post