নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারে মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাগরিকায় প্রথম ম্যাচের পর এবার মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। আর এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত টাইগারদের।
রোমাঞ্চকর জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন বার্তা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দিয়েছেন কৃতিত্ব। বিশেষভাবে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছেন ম্যাশ। এছাড়া তরুণ এই দলটার উপর আস্থা রাখতে বলছেন। ইংল্যান্ডের বিপক্ষে এই জয়কে বলেছেন বিশেষ কিছু।
মাশরাফী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়ছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।’
‘তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাআল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post