নিজস্ব প্রতিবেদক:: অনুপস্থিত সাকিব, এবার তাই তার ‘রেডর্ক’ ভেঙে দিতে যাচ্ছেন তাসকিন আহমদ। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আওয়ামীলীগ যোগ দিয়ে বিতর্কিত হয়েছেন বাংলাদেশের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া সাকিব আল হাসান। সরকার পতনের পর ক্রিকেটেও জায়গা পাচ্ছেন না তিনি। ফিরতে পারছেন না দেশেই।
বিপিএলে অনুপস্থিত সাকিবের ‘রেকর্ড’ এবার নিজের করে নিতে চলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক সাকিব আল হাসান। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনি ২৩টি উইকেট শিকার করেছিলেন। ওই মৌসুমে এই অলরাউন্ডার খেলে ছিলেন ১৫টি ম্যাচ। এতোদিন ধরে সেটিই আছে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে।
চলমান বিপিএলে সেই ‘রেকর্ড’ ভাঙতে যাচ্ছেন তাসকিন আহমদ। বিপিএলে দুর্বার রাজশাহীর অধিনায়ক এখন পর্যন্ত নয় ম্যাচ খেলেছে। এ্ররই মধ্যে শিকার করেছেন ২০টি উইকেট। তার হাতে এখনো চার ম্যাচ আছে। বাকী থাকা এই ম্যাচগুলোতে আরাে চারটি উইকেট পেলেই তিনি হয়ে যাবেন এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের মালিক। দুর্বার গতিতে যে ভাবে স্পিড স্টার ছুটছেন তাতে আরাে চার ম্যাচে চার উইকেট, তার কাছে ডাল-ভাতের মতোই।
সাকিব ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন। তাসকিন আরো চারটি উইকেট নিয়ে তার চেয়ে কম ম্যাচ খেলেও এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন। এবারের বিপিএলে ঢাকাইয়া তারকার দল খুব একটা ভালো করতে পারছে না। নয় ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র তিন ম্যাচ। তবে বল হাতে তিনি টিকই উড়ছেন, দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন।
রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। গত ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক পরিবর্তন করে নেতৃত্ব তুলে দেয় তাসকিনের হাতে। নতুন অধিনায়কও অবশ্য দলকে জয়ের পথে ফেরাতে পারেননি। বিপিএলের প্লে-অফে জায়গা করে নেওয়ায় কঠিন হয়ে পড়ছে দলটির জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০