স্পোর্টস ডেস্কঃ এবারের আইপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি জস বাটলারের। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম তিন ম্যাচ খেলে মাত্র ৩৫ রান এসেছে এই তারকার ব্যাট থেকে। ইংলিশ ওপেনারের অফ ফর্ম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সমর্থকদের জন্য। তবে শনিবার দুর্দান্ত ব্যাটিং করেছেন বাটলার। ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তারকা।
তার ১০০ রানের ইনিংসের প্রশংসা করেছেন রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা। এই লঙ্কান কিংবদন্তি জানান, সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ওপেনার বাটলার। গেল কয়েক বছর ধরেই সেটা প্রমাণ করেছে সে। শুরুর দিকে বাটলারের ফর্মে না থাকার বিষয়টিকে মানসিক অবস্থার কারণে বলছেন সাঙ্গাকারা।
ম্যাচ শেষে সাঙ্গাকারা বলেন, ‘সাদা বলে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার জস (বাটলার)। অনেক বছর ধরেই আছে! সে খুবই স্মার্ট, খুব ভালো করেই জানে কীভাবে কী করতে হয়। আর কখনও কখনও আশপাশের আলোচনা এড়িয়ে তাকে নিজের মতো থাকতে দিতে হয়। জসের ক্ষেত্রে সবকিছুরই ভালো সমন্বয় ছিল আমাদের।’
বাটলারের অফ ফর্ম নিয়ে সাঙ্গাকারা বলেন, ‘সবার সাথেই কোনো না কোনো কিছু নিয়ে আলোচনার প্রয়োজন পড়ে। তবে আলোচনা মানেই সবসময় ক্রিকেট বা টেকনিক নিয়ে কিংবা এই ধরনের কিছু নিয়ে নয়। ফর্মের ব্যাপারটি অনেকটা হলো মানসিক অবস্থা।’
Discussion about this post