স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে থামল বাংলাদেশের যাত্রা। পাকিস্তানের বিপক্ষে হারের পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে টাইগাররা। কলম্বোয় আগে ব্যাট করে শ্রীলঙ্কা করে ২৫৭ রান। জবাব দিতে নেমে এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিব আল হাসান-লিটন দাসরা।
তাওহিদ হৃদয় ছাড়া লড়াই করতে পারেন নি বাংলাদেশের কোনো ব্যাটারই। টাইগারদের ইনিংস থামে ২৩৬ রানে। টানা দুই হারে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিদের। ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব।
বাংলাদেশ অধিনায়ক জানান, সাদিরা সামারাবিক্রমাই ম্যাচ বের করে নিয়েছেন তাদের কাছ থেকে। অপরাজিত ৭২ বলে ৯৩ রান করেন শ্রীলঙ্কার এই ব্যাটার। এছাড়া ৭৩ বল মোকাবিলায় ৫০ রান করেন কুশাল মেন্ডিস। ৬ চার ও ১ ছক্কা আসে তার ব্যাট থেকে। আর তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে দ্বীপ দেশটি।
সাকিব বলেন, ‘আমরা বিশেষভাবে ভালো বোলিং করিনি। উইকেট থেকে বোলাররা সাহায্য পাচ্ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। সাদিরা আমাদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়েছে। সে দারুণ খেলেছে। এই রান তাড়া করার জন্য আমাদের ৮০-১০০ রানের জুটি প্রয়োজন ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post