নিজস্ব প্রতিবেদকঃ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শামসুন্নাহার জুনিয়র নিজের হাতেই তুলে নিলেন শিরোপা। বাংলাদেশকে শিরোপা জেতাতে রেখেছেন বড় অবদান। জিতেছেন টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। গোটা টুর্নামেন্টেই তিনি খেলেছেন দুর্দান্ত ফুটবল। বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান সবচেয়ে বেশি।
লিগ পর্ব আর ফাইনাল মিলিয়ে পাঁচটি গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার পাশাপাশি শামসুন্নাহার জিতেছেন টুর্নামেন্টসেরা পুরস্কার গোল্ডেন বলও। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে একটি গোল করেছিলেন। ভুটানের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে করেছেন এক গোল।
এদিকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রূপনা চাকমা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ভুটান। ভুটান এই টুর্নামেন্টে তিন ম্যাচের তিনটি হেরে বিদায় নিয়েছিল।
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসবে মাতে বাংলাদেশ। ফাইনালে ৩-০ গোলে জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল। কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে রিপা এবং প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রিপার ফ্রি কিক থেকে দূরের পোস্টে দাঁড়ানো উন্নতি খাতুন তৃতীয় গোল করেন। শামসুন্নাহার প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে বক্সের বাইরে পড়ে যান। সেই ফ্রি কিক কাজে লাগিয়ে ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post