স্পোর্টস ডেস্কঃ কমিউনিটি শিল্ডে নাটকীয় এক ফাইনালে দুইবার পিছিয়ে পড়েও শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচে ৭-৬ ব্যবধানে পেনাল্টিতে জয় নিশ্চিত করে সিটিজেনরা। ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনাল ম্যাচের ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচো ইউনাইটেডকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষদিকে বের্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে সিটি।
দল শিরোপা জিতলেও সিটি কোচ পেপ গার্দিওলা নিজেদের পুরোপুরি প্রস্তুত ভাবতে পারছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা প্রস্তুত কি না, সে উত্তর আমি দিতে পারছি না। আমরা আজ হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম। যে কারণে এখন অপেক্ষা করতে হবে। আমি আজ অনেক কিছু দেখেছি, যা আমার ভালো লেগেছে। প্রথম ৩৫ মিনিট অসাধারণ ছিল। আমরা এখনো নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি। এটা স্বাভাবিক, এটাও অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০