স্পোর্টস ডেস্কঃ নাটকীয় কিছু হয়নি আর। ড্র’তেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিডনি টেস্ট। ম্যাচের পঞ্চম দিনে এসে প্রথম ইনিংসে লোয়ার অর্ডারে সাইমন হার্মার ও কেশভ মহারাজের দারুণ ব্যাটিংয়েরও ফলো অনে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ইনিংসে সারেল এরউই ও হেনরিখ ক্লাসেনের ব্যাটে, জয় ছিনিয়ে আনতে পারেনি অজিরা।
অস্ট্রেলিয়ার করা প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দিনে আজ ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১০৮ ওভারে ২৫৫ রানে অলআউট হয়। এর মধ্যে অষ্টম উইকেটের হার্মার ও মহারাজের ৮৫ রানের চোয়ালবদ্ধ জুটি ছিল গুরুত্বপূর্ণ।
তাদের এই জুটির কারণেই ৪৯ ওভার ব্যাট করে দিনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। মহারাজ ফিফটি হাঁকিয়েছেন। ৮১ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস। ১৬৫ বলে ৪ বাউন্ডারিতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন হার্মার।
অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজলেউড ৪টি, প্যাট কামিন্স ৩টি, নাথান লায়ন ২টি ও ট্রেভিস হেড ১টি করে উইকেট লাভ করেন।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক বল কম ৪২ ওভার ব্যাট করতে পারে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলতেই সমাপ্ত ঘোষণা করা হয় ম্যাচ। ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দ্বিতীয় ইনিংসে এরউই-ক্লাসেনের ব্যাটিং বাঁচিয়ে দেয় সফরকারীদের।
দলীয় ২৭ রানে অধিনায়ক ডিন এলগার ফেরার পর উইকেটে আসেন ক্লাসেন। এরউইর সাথে গড়ে তুলেন ৪৮ রানের জুটি। এরপর তৃতীয় উইকেটে টেম্বা বাভুমা ও এরউই অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন। এরউই ১২৫ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রান করে অপরাজিত থাকেন। আর ১৭ রান করে অপরাজিত থাকেন বাভুমা। এর আগে ক্লাসেন করেন ৬১ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩৫ রান।
অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজলেউড ও প্যাট কামিন্স ১টি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচ ড্র হওয়ার পেছনে অবদান আছে বৃষ্টির। ম্যাচের পাঁচদিনই বৃষ্টির বাগড়ায় পড়তে হয়েছে। এর মধ্যে তৃতীয় পুরো ভেসে গেছে। এর আগে প্রথম ইনিংসে উসমান খাজার ১৯৫, স্টিভ স্মিথের ১০৪, মার্নাস ল্যাবুশানের ৭৯ ও ট্রেভিস হেডের ৭০ রানে ভর করে করে ৪ উইকেটে ৪৭৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাগড়া না দিলে ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারতেন খাজা।
এই ম্যাচ ড্র’য়ের ফলে ২-০’তে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশের স্বাদ নিতে পারলো শেষ পর্যন্ত। অপরদিকে প্রথম দুই ম্যাচে ভরাডুবির পর, তৃতীয় ম্যাচে এসে কোনোমতে মান বাঁচালো দক্ষিণ আফ্রিকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post