স্পোর্টস ডেস্ক:: একুশে পদকজয়ী সবশেষ সাফজয়ী দলের ফুটবলাররা নেই। সাবিনা খাতুনসহ ‘বিদ্রোহ’ করা ১৮ ফুটবলারকে ছাড়াই আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। নতুন এক বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু। সিনিয়রদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।
দুবাইতে আজ রাতে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত নারী দল। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে দুই দল। এই সফরে বাংলাদেশ আরো একটি ম্যাচ খেলবে, তবে সেটি আনঅফিসিয়াল। ম্যাচটি ২ মার্চ অনুষ্টিত হবে।
বাংলাদে জাতীয় নারী দলের কোচ পিটার বাটলার আগেই জানিয়ে ছিলেন, তিনি নতুন ফুটবলারদের নিয়ে দল গঠণ করবেন। সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে তার দলে জায়গা হবে না বিদ্রোহ করা ফুটবলারদের। শেষ পর্যন্ত তিনি তাদেরকে বাদ দিয়েই দল গঠন করেছেন।
নতুন এই বাংলাদেশ দলকে মোকাবেলা করতে হবে ফিফা নারী ফুটবলের রেঙ্কিংয়ে এগিয়ে থাকা সংযুক্ত আরব-আমিরাতকে। গত বছর সাফ জয়ের পর দীর্ঘ বিরতি দিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। গত বছর ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/