স্পোর্টস ডেস্ক:: সিপিএএম ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।সভায় গঠন করা হয়েছে নতুন কমিটিও। লন্ডনের কেমডেনে ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে এই সভা অনুষ্টিত হয়।
সভায় সালেহ আহমদকে সভাপতি এবং সৈয়দ করিম রুমেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে দুই বছরের জন্য।
সাধারণ সভায় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মহোদয় মঞ্জুর উদ্দিন মোর্শেদ। সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টার ও সাফল্যের কথা উল্লেখ করে তিনি সিপিএএম ইউকের কার্যকরী কমিটির ২০২২-২০২৩ মেয়াদ কালিন কমিটি বিলুপ্তী ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন।
সভায় সবার সম্মতি ক্রমে সালেহ আহমেদ-কে সভাপতি, সৈয়দ করিম রুমেলে-কে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ রাজু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মন্জুর হোসাইন, ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক মির্জা জোনাক-কে নির্বাচিত করে ২১ সদস্যে বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের প্রতিষ্ঠাকলীন আহবায়ক মুরাদ আহমেদ,সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ সহউপদেষ্টা মন্ডলী এবং সাবক ও বর্তমান কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যরা।
বাংলাদেশের বাইরে বাঙ্গালীদের মধ্যে সিপিএএম ইউকে হচ্ছে বৃহৎ ক্রিকেট সংগঠন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post