স্পোর্টস ডেস্কঃ আইপিএলে ব্যাটিং ঝড় দেখালেন ফিলিপ সল্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছেন এই ওপেনার। তাতে দিল্লি ক্যাপিটালস আসরে নিজেদের চতুর্থ জয়ের দেখা পেয়েছে। শনিবার বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের ৭ উইকেটে হারিয়েছে দিল্লি।
অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় দিল্লি। ওপেনিং জুটিতে ওয়ার্নার ও সল্ট মিলে তোলেন ৬০ রান। দিল্লির অধিনায়ক ১৪ বলে ২২ রান করে আউট হয়েছেন।
মিচেল মার্শ ফিরেছেন ১৭ বলে ২৬ রান করে। তৃতীয় উইকেটে সল্টের সাথে তাঁর ৫২ রানের ঝড়ো জুটিতেই হেসেখেলে জয় পেয়েছে দিল্লি। ম্যাচ শেষে অধিনায়ক ওয়ার্নার জানালেন রান তাড়ায় তাদের সাফল্যের রহস্য। ১৮২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৭০ রান করে ওয়ার্নার-সল্টরা।
দিল্লির পরিকল্পনা ছিল ব্যাঙ্গালোরের সেরা বোলার মোহাম্মদ সিরাজকে কোনো সুযোগই না দেওয়া। ডানহাতি এই পেসারকে দেদারসে পিটিয়েছেন ওয়ার্নার-সল্ট। নিজের প্রথম দুই ওভারে ২৮ রান খরচ করেন ব্যাঙ্গালোরের সফলতম বোলার সিরাজ। পাওয়ার প্লে-তে দিল্লি ৭০ রান করে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়।
ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সিরাজকে টার্গেট করব। সে সত্যিই দারুণ বল করছে। সিরাজ ব্যাঙ্গালোরের বোলিংয়ের মেরুদণ্ড। সে পাওয়ার প্লেতে উইকেট নিচ্ছে। হয় বোল্ড করছে না হয় এলবিডব্লিউ। তাই আমাদের পরিকল্পনা ছিল ওর লেন্থ ছোট করা। শেষমেশ আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post