স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় এসেছে তার ব্যাটেই। নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদশে। ‘লাকি ভেন্যু’ সাগরিকায় হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন বধ। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছেন এই ব্যাটার।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত ব্যাট করা শান্ত জাতীয় দলেও ধরে রেখেছেন ফর্মের ধারাবাহিকতা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচের দু’টিই রান করেছেন। এবার প্রথম টি-২০ ম্যাচ জেতালেন মারমুখী ব্যাটিংয়ে। তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিক বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। এই অবস্থা থেকে স্বাগতিকদের সিরিজ জেতা উচিত বলে মনে করেন শান্ত।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করা ইংল্যান্ড জস বাটলারের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৫৬ রান তুলে। নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ছয় উইকেট হাতে রেখে ১৫৮ রান তুলে জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শান্ত জানিয়েছেন, এগিয়ে থাকা এখন সিরিজ জেতা উচিত। তিনি বলেন, ‘এখন যে অবস্থায় আছি এখান থেকে সিরিজ জেতা উচিত। কিন্তুু এখনো আমাদের নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’
দুই ওভার হাতে রেখে ছয় উইকেটের এই জয় সিরিজ জয়ে আত্মবিশ্বাস দেবে জানিয়ে শান্ত বলেন, ‘প্রথম ম্যাচ জিততে পেরেছি এটা তো দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব নতুন করে শুরু করতে হবে। এখন যদি চিন্তা করি এই ম্যাচটা জেতার পর আমাদের দলের মোটিভেশন বা চিন্তা-ভাবনা অনেক বদল আসবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post