স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নিয়ে যুক্তরাষ্ট্রকে অল্প রানে আটকে দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকেরা তুলেছে ১৪৪ রান। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ।
হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে ৬.৪ ওভারে ৪৪ রান যোগ করে যুক্তরাষ্ট্র। এরপর রিশাদ এক ওভারে দুই উইকেট তুলে নেয়। দলটির ওপেনার স্টিভেন টেইলর ৩১ রান করে আউট হন। অন্য ওপেনার মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন। চারে নামা অ্যারন জোনস খেলেন ৩৪ বলে ৩৫ রানের ইনিংস। প্রথম ১০ ওভারে ৬৮ রান কররেও শেষ দিকে সেভাবে রান তুলতে পারেনি দলটি।
বাংলাদেশের হয়ে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। রিশাদ ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মুস্তাফিজ তার ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট দখল করেছেন। পেসার তানজিদ সাকিব উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন। রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি টাইগাররা। গত ম্যাচে আক্রমণাত্মক খেলা সৌম্য সরকার আজ প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন। লিটন দাসের পরিবর্তে সিরিজে প্রথমবার খেলতে নামা তানজিদ তামিম ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফিরেছেন ১৫ বলে ১৯ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post