নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দল ঘোষণা বাকি ছিল। প্রথম দুই ম্যাচ শেষে সেই দল ঘোষণা করেছে বিসিবি।
তবে কোনো পরিবর্তন আনা হয়নি দলে। আগের দুই ম্যাচের দলই রাখা হয়েছে। অর্থাৎ, অপরিবর্তিত বাংলাদেশ দল খেলবে ইংলিশদের বিপক্ষে। নতুন কোনো মুখ নেই, নেই কোনো অন্তর্ভুক্তিও। আগের দল থেকেই সাকিব আল হাসান একাদশ সাজাবেন।
আগামীকাল ১৪ মার্চ, মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। মিরপুরের হোম অব ক্রিকেটে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচ।
প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। এবার স্বাগতিকরা হোয়াইটওয়াশের মিশনে খেলতে নামবে। অপরদিকে ইংলিশরা সিরিজ হারলেও, হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নুরুল হাসান সোহান, রনি তালুকাদার, শামীম পাটোয়ারী, তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম ও নাসুম আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post