নিজস্ব প্রতিবেদক:: সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জিমখানা ক্লাবের রানের চাপায় পিষ্ঠ হয়েছে ইয়ুথ সেন্টার ক্লাব। গালিব-ইফতেখারদের হাফ সেঞ্চুরির পর বল হাতে মেহেদীর আগুনে বোলিংয়ে শিরোপা প্রত্যাশী দলটি ২৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইয়ুথ সেন্টারকে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইয়ুথ সেন্টার। তারুণ্য নির্ভর ইয়ুথ সেন্টার টস জিতে ফিল্ডিং নিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। আগে ব্যাট করতে নামা জিমখানা গালিভ, ইফতেখা্র, বক্করদের ব্যাটে চড়ে ৩১০ রানের পাহাড় গড়ে। দলের পক্ষে গালিব ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেন। আরেক হাফ সেঞ্চুরিয়ান ইফতেখার করেন ৫৭ রান। মেহেদীর ব্যাট থেকে আসে ৪৯ রান। এছাড়াও বক্কর ৪৫ ও সাঈদ ৩২ রান করে সংগ্রহ করেন।
ইয়ুথ সেন্টার ক্লাবের হয়ে সালমান ২টি, সাদমান, জাফরুল, রাজন, ফাহাদ ও শাকিল ১টি করে উইকেট লাভ করেন।
৩১১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ইয়ুথ সেন্টার মেহেদীর বোলিং তোপে পড়েমাত্র ১৬.২ ওভারে ৫৫ রানেই গুটিয়ে য়ায়। ইয়ুথ সেন্টার ক্লাবের হয়ে মেহদী ইনিংস সর্বোচ্চ ১৪ রান করেন। রায়হান করেন ১২ রান।
জিমখানার হয়ে মেহেদী ৭টি, আরিফ ২টি ও গালিব ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন জিমখানার মেহদী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post