নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে বিপিএল মানেই বিপুল দর্শকের সমাগম, ভরপুর গ্যালারি। গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের বিপিএলের সিলেট পর্বে প্রতিদিনই দর্শকের উপচেপড়া ভিড় ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে শুক্রবার ছুটির দিনে দর্শকের চার আরও কয়েকগুণ বেড়েছে।
স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে সকাল থেকেই টিকেট কেনার সারি ছিলো বিশাল। বেলা যত গড়িয়েছে টিকিট প্রত্যাশী দর্শকের লাইন আরও বৃদ্ধি পায়। শুক্রবার দুপুর ২টায় দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স খেলেছে দিনের প্রথম ম্যাচে। এরপর সন্ধ্যা স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ। ছুটির দিনে ক্রিকেট উৎসবে মাততে দুপুর থেকেই গ্যালারিতে দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সন্ধ্যায় স্বাগতিক সিলেটের ম্যাচের আগেই দর্শকে টইটুম্বুর স্টেডিয়ামের গ্যালারি।
এদিকে স্বাগতিক সিলেটের মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এখনো পর্যন্ত আসরে ৩ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি তারা। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় আছে টেবিলের তলানিতে। তাদের নেট রান রেটও নেগেটিভ। এই পর্বে আরো তিনটি ম্যাচ খেলবে সিলেট। আজকের ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১২ জানুয়ারী আবারো মাঠে নামবে তারা। যেখানে স্ট্রাইকার্সদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ ১৩ জানুয়ারী চিটাগং কিংসের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০