নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলবেন মোহাম্মদ আমির। পাকিস্তানের তারকা এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। আগামী ৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সিলেটের বিপিএল অভিযান। আসরে অংশ নিতে মঙ্গলবার দলে যোগ দিয়েছেন আমির।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা পেসার আমির রাজধানীতে পা রেখেছেন মঙ্গলবার সকালে। ইতোমধ্যে দলের সাথে যোগ দেওয়া এই বাঁহাতি অনুশীলন শুরু করবেন শিগগিরই। এদিকে মঙ্গলবারই ম্যাচ সিচুয়েশন অনুশীলন সম্পন্ন করেছে সিলেট। আগের দিন দলটি মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছে।
বিপিএল ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী আমির। বিপিএল খেলার জন্য বাংলাদেশে আসার আগে নিজ দেশের মিডিয়াকে তিনি বলেন, ‘আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলব।’
৬১ ওয়ানডে, ৫০ টি-টোয়েন্টি আর ৩৬ টেস্ট মিলিয়ে ২৫৯ উইকেট নিয়েছেন আমির। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতানোর অন্যতম নায়ক তিনি। ফাইনালে ভারতের শক্তিশালী টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছিলেন। তাঁর অবসরের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post