স্পোর্টস ডেস্কঃ গত মে মাসে সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ খেলে গেছে উইন্ডিজ ‘এ’ দল। সেই সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন কির্ক ম্যাকেঞ্জি এবং অ্যালিক আথানাজে। দারুণ ফর্ম দেখানোয় এবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের উইন্ডিজ দলে ডাক পেয়েছেন এই দুই ক্যারিবিয়ান।
আগামী ১২ জুলাই ডোমিনিকায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ২০ জুলাই শুরু হবে, ভেন্যু পোর্ট অব স্পেইন। টেস্ট সিরিজ শেষে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। এই সিরিজের প্রথম তিনটি হবে ত্রিনিদাদ ও গায়ানায়। তবে বাকি দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে।
এদিকে উইন্ডিজের টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া ম্যাকেঞ্জি বাংলাদেশ সফরে ৯১ এবং ৮৬ রানের দুটি ইনিংস খেলেছেন। আর আথানাজে খেলেন ৮৫ এবং ৪৫ রানের ইনিংস। গত মে মাসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ইনিংসগুলোর কারণেই জাতীয় দলের সুবাস পাচ্ছেন তারা। ঘোষিত ১৩ সদস্যের ক্যারিবিয়ান দলে এই দুজন ছাড়াও ফেরানো হয়েছে রাকিম কর্নওয়ালকে।
ম্যাকেঞ্জি ও অ্যাথানজের ব্যাপারে ক্যারিবিয়ান দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক ‘এ’ দলের সফরে ম্যাকেঞ্জি এবং অ্যাথানাজের ব্যাটিং কৌশলে আমরা খুব মুগ্ধ হয়েছি। এই দুই তরুণ খেলোয়াড় যারা ভালো স্কোর করেছে এবং দারুণ পরিপক্কতার সঙ্গে খেলেছে, একটি সুযোগ পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি।’
উইন্ডিজ টেস্ট দল-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক আথানাজে, ত্যাগনারায়ন চন্দরপল, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, রেমন রেইফার, কেমার রোচ এবং জোমেল ওয়ারিকান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post