নিজস্ব প্রতিবেদক:: জাতীয ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। ফলোঅনে পড়ে ব্যাট করা ঢাকা মেট্রো ঘুরে দাঁড়িয়ে ২০৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও লড়াই করতে পারেনি। এনামূল হক বিজয় ও ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা জিতে গিয়েছে মাত্র এক উইকেটে। নয় জন বোলার ব্যবহার করেও ঢাকা মেট্রো সুবিধা করতে পারেনি। বড় হারই দেখতে হয়েছে তাদেরকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা খুলনা প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিলো। জবাবে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো ২১০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ঢাকা মেট্রো এবার ৩৭২ রান তুলে অলআউট হয়। ২০৯ রানের লক্ষ্য দাঁড়ায় খুলনার।
জয়ের জন্য খেলতে নামা খুলনা ঢাকা মেট্রোর বোলারদের পাত্তাই দেয়নি। দুই ওপেনার বিজয় ও অমিত উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৯৪ রান। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে এনামুল হক বিজয়ের বিদায়ে ভাঙে তাদের জুটি। খুলনার ওপেনার ৪৭ বলে ৭১ রানের মারমুখী ইনিংস খেলেন। হাঁকান দশ চার আর দুই ছক্কায়।
বিজয়ের বিদায়ের পর উইকেটে নামা ইমরুল কায়েসও মারমুখী হয়ে উঠেন। নয় চার ও চার ছক্কায় ৮০ বলে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। তার সঙ্গী হন ৪১ রানে অপরাজিত থাকা ওপেনার অমিত মজুমদার। ৮৬ বলের ইনিংসে তিনি চারটি চার হাঁকিয়েছেন। তাতেই ৩৫ ওভারে এক উইকেট হারিয়ে ২০৯ রান তুলে জয় নিশ্চিত করে খুলনা।
ঢাকা মেট্রোর হয়ে নয় জন বল করেছেন। আমিনুল ইসলাম বিপ্লবই পেয়েছেন একটি উইকেট।
এর আগে ফলোঅনে পড়ে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো মার্শাল আইয়ুবের দেড়শো উর্ধ্ব ইনিংসে ভর করে ৩৭২ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংসে। ২৪২ বলে ১৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। ১৮ চার আর এক ছক্কায় সাজান নান্দনিক ইনিংসটি। হাফ সেঞ্চুরি করেছেন আমিনুল ইসলাম বিপ্লব। ৭৩ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। তিন চার ও এক ছক্কায় সাজিয়েছেন ১৭১ বলের ইনিংসটি।
শামসুর রহমান শুভ করেছেন ৩২ রান। ওপেনার নাঈম শেখ করেছেন ২৬ রান। ২৮ রান এসেছে আরেক ওপেনার আনিসুল ইসলামের ব্যাট থেকে। ১২ রান করেছেন আইচ মোল্লা।
খুলনার হয়ে শেখ মেহদী হাসান ৫টি, আল আমিন হোসেন ও টিপু সুলতান ২টি করে উইকেট লাভ করেন।
ঢাকা মেট্রো এর আগে নিজেদের প্রথম ইনিংসে শেখ মেহদীর বোলিং তোপে ব্যাটারদের ব্যর্থতায় ২১০ রানেই গুটিয়ে যায় ৬৬.৫ ওভার। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন আমিনুল ইসলাম বিপ্লব। ৩১ রান এসেছে ওপেনার আনিসুল ইসলামের ব্যাট থেকে। ৩৭ রান করেছেন মার্শাল আইয়ুব।
খুলনার হয়ে শেখ মেহদী ৫টি, হালিম ৩টি ও টিপু ২টি করে উইকেট লাভ করেন।
খুলনা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিজয় ও অমিতের সেঞ্চুরিতে ৩৭৬ রান তুলেছিলো ৯৩.১ ওভারে। ইনংস সর্বোচ্চ ১৪৫ রান করে ছিলেন অমিত মজুমদার। দেড়শো ছুঁই ছুঁই ইনিংস খেলতে ২৩৪ বল মোকাবেলা করেছেন তিনি। হাঁকিয়েছেন ১৪ চার ও ৩ ছক্কা। আরেক ওপেনার বিজয় খেলেছেন ১২৫ রানের দারুণ এক ইনিংস। ১৬৯ বলের ইনিংসে ১৩ চার ও ৩ ছক্কার মার ছিলো। ৪৬ রান করেছিলেন ইমরুল কায়েস।
ঢাকা মেট্রোর হয়ে ফাহিম হাসান ৪টি ও শহীদুল ৩টি করে উইকেট লাভ করেছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০