নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছে দুই সেঞ্চুরি। তৃতীয় রাউন্ডের ম্যাচে সিলেটে মুখোমুখি হয়েছে খুলনা ও ঢাকা মেট্রো। এনামুল হক বিজয় ও অমিত মজুমদারের সেঞ্চুরিতে সংগ্রহের পথে হাঁটছে খুলনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা খুলনা প্রথম দিন শেষ করেছে ছয় উইকেটে ৩৫৮ রানে। দুই ওপেনার বিজয় ও অমিত সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওপেনিংয়েই গড়েছেন ২৩০ রানের জুটি। ইনিংসের ৫৩তম ওভারে সেঞ্চুরিয়ান বিজয় ফিরলেও ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ১২৫ রানের ঝলমলে ইনিংস খেলেছেন এই ওপেনার। ১৬৯ বলের ইনিংসটি সাজিয়েছেন তেরো চার ও তিন ছক্কায়।
বিজয়ের বিদায়ের পর তিনে নামা ইমরুল কায়েসকে নিয়ে জুটি গড়েন আরেক সেঞ্চুরিয়ান অমিত। ইমরুলও দারুণ শুরু করেন। তবে ইনিংস বড় করতে পারেননি। হাফ সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকতে রানআউটে কাটা পড়েন তিনি। সাত চারে ৭৫ বলে করেন ৪৬ রান।
ইমরুয়ের বিদায়ের পর উইকেটে আসা মিঠুনও দ্রুত বিদায় নেন। চারে নামা এই ব্যাটার করেন মাত্র ৩ রান। এরপরই ফিরেন সেঞ্চুরিয়ান অমিত। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ৩৫৫ রানের মাথায় সাজঘরে যান তিনি। খেলেন ১৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস। ২৩৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় সাজান দেড়শে ছুঁই ছুঁই ইনিংসটি। ১৬ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক সোহান। ১ রান করেন জিয়াউর রহমান।
দিন শেষে ১ রানে টিপু সুলতান ও শুন্য রানে মেহদী হাসান অপরাজিত আছেন। খুলনা ৮৭.১ ওভারে ছয় উইকেটে ৩৫৮ রান তুলেছে।
ঢাকা মেট্রোর হয়ে শহীদুল দু’টি, ফাহিম, সিয়াম ও রাকিবুল একটি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০