নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের মাঠে টি-টোয়েন্টির ইতিহাস সুখকর নয় বাংলাদেশের জন্য। এখানে এখন পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। আর সেই দুই ম্যাচের হারের তেতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সাকিব আল হাসানের দলের সামনে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যে ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচেও লজ্জায় পড়েছিল বাংলাদেশ। আফগানরা রেকর্ড ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয়। যদিও শেষ ম্যাচে স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারা শান্ত-লিটনরা এখন নামছে টি-টোয়েন্টির লড়াইয়ে। আর এই সিরিজ জয়ে চোখ অধিনায়ক সাকিবের।
বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে যেন দুই ম্যাচেই জিততে পারি। যদিও এটা সহজ হবে না। প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জিং। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসাইন, আফিফ হোসাইন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসাইন।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ, হজরত উল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), মুজিব-উর রহমান, সাদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ওয়াফাদার মোহাম্মদ, ফরিদ আহমেদ মালিক ও নুর আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post