নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের দ্বৈরথ শেষ। তবে দম ফুরসতের সময় নেই ক্রিকেটারদের। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হতে শুরু করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে নামছে টাইগাররা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পূর্ণাঙ্গ সিরিজ। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেটে হবে সেই টি-টোয়েন্টি সিরিজ।
আর লাক্কাতুরার ২২ গজে চার-ছক্কার ঝড় দেখার জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের খেলা।
ক্রিকেটারদের ড্রেসিং রুমে পাশে থাকা গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে সর্বোচ্চ দেড় হাজার টাকা করে খরচ করতে হবে দর্শকদের। দ্বিতল ভবন ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজের নিচে থাকা ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। সবচেয়ে কম খরচে খেলা দেখা যাবে গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারিতে। এই দুই জায়গাতেই সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকরা।
টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ, রোববার থেকে। সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে টিকিট কাউন্টার থেকে ও রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামে মিলবে টিকিট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post