নিজস্ব প্রতিবেদকঃ মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট। দুপুর ২টায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়বে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর সেই ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতেছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই ম্যাচে তারকাবহুল একাদশই নামিয়েছে সিলেট। দলটির মিডল অর্ডারে বড় ভরসার নাম মুশফিকুর রহিম। জাকির হাসান, নাজমুল হোসেন শান্তরা টপ অর্ডার সামলাবেন। বিদেশি ক্যাটাগরিতে খেলবেন ৪ তারকা কলিন অ্যাকারম্যান, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির।
এই ম্যাচে চট্টগ্রামের একাদশে খুব বড় তারকা নেই। দলটির বড় তারকা বলতে জাতীয় দলের তরুণ তুর্কি আফিফ হোসেন ধ্রুব। এর বাইরে বড় কোনো নাম নেই। বিদেশী ক্যাটাগরিতে খেলবেন উসমান খান, মালিন্দা পুষ্পকুমারা, দারউইস রাসুলি ও ভারতীয় বংশদ্ভোত উন্মুক্ত চাঁদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, মুশফিকুর রহিম, জাকির হাসান, তৌহিদ হৃদয়, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, উসমান খান, মৃত্যুঞ্জয় চৌধুরি, মালিন্দা পুষ্পকুমারা, দারউইস রাসুলি, মেহেদী মারুফ, উন্মুক্ত চাঁদ, আল আমিন জুনিয়র, মোহাম্মদ নিহাদউজ্জামান ও মেহেদী হাসান মারুফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post