সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে মাত্র ১৭ রানে অলআউট হয়েছে রাইজিং স্টার। ১১৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ফ্যান্টম গ্রুপ।
বুধবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ফ্যান্টম গ্রুপ । ৩০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে ছাদ ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন। ৩১ রান আসে সজিবের ব্যাট থেকে। ফাহিম করেন ১৬ এবং প্লাবন ১৪ রান করেন।
রাইজিংস্টার ক্রিকেট ক্লাবের হয়ে রাজীব ৫টি, কায়েস ৪টি এবং আনিছ ১টি উইকেট লাভ করেন।
১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে রাইজিং স্টার। দলের হয়ে পারভেজ ইনিংস সর্বোচ্চ ৬ রান করেন। ৫ জন ব্যাটসম্যানের ব্যাট থেকে ১ রান করে আসে ৫ রান।অতিরিক্ত থেকে আসে ৬ রান।
ফ্যান্টম গ্রুপের হয়ে সাদ্দাম ৪টি,সাকির ৩টি,তানিম ২টি এবং ছাদ ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00
Discussion about this post