নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে পাকিস্তান। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর টাইয়ের পর সুপার ওভার জিতল নিগার সুলতানা জ্যোতির দল। নাটকীয়তায় ভরা ম্যাচটি জিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১-১ সমতা ফেরাল নিগারের নেতৃত্বাধীন দল।
সুপার ওভারে আগে ব্যাট করে পাকিস্তান। নাহিদা আক্তারের করা ওভারের প্রথম ৫ বলে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। ওভারের প্রথম বলেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর ৮ রানের লক্ষ্যে ব্যাট করে প্রথম বলেই চার মারেন সোবহানা মোস্তারি। অবশ্য দায় বেশি পাকিস্তানী ফিল্ডারের। এরপর সেই ওভারের পঞ্চম বলে তিনি আউট হয়ে যান। তাতে শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার পড়ে ২ রান। এমন চাপের মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে চার মেরে ম্যাচ জেতান অধিনায়ক নিগার সুলতানা।
এর আগে ফারজানা হক-মুর্শিদা খাতুনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেতে পারতেন মুর্শিদা। তবে ৪০ রান করে রান আউটে কাটা পড়েন এই ওপেনার। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সুবহানা। এই টপ অর্ডার ব্যাটার ফিরেছেন ১৬ রান করে। শেষ পর্যন্ত জ্যোতির ৫৪ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। আদাফ শামসের ব্যাট থেকে এসেছে ২৯ রান। আরেক ওপেনার সিধরা আমিন করেছেন ২২ রান। নিধা-ইরামরাও চেষ্টা করেছেন তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। আর নিয়মিত বিরতিতে উইকেট তুলে সবসময়ই ম্যাচে ছিল বাংলাদেশ। ১৯ বলে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে উইকেট ছিল ৪টি। ৪৭তম ওভারের শেষ বলে নাজিহা আলভির উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। ১৮ বলে ১৭ রান দরকার ছিল পাকিস্তানের। তবে ১৭ বলে ১৭ রান তুলতেই বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দলটি। ফলে ম্যাচ হয়ে যায় ‘টাই’। ৪৯.৫ ওভার শেষে ১৬৯ রান তুলেই অলআউট হয়েছে তারা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন রাবেয়া খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post