নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে বিপিএলে দল পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন এই বাঁহাতি। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি দলটি মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে।
মুমিনুল সর্বশেষ বিপিএল খেলেছেন ২০২১-২২ মৌসুমে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। লম্বা বিরতির পর এবার বিপিএলে দেখা যাবে তাঁকে। আর সেই সুযোগ কাজে লাগাতে চান বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় না মানিয়ে নিতে সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও জানি। খুব বেশি জানি, তা বলব না। কিছুটা হলেও বুঝতে পারি। এখানে (বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স) উইকেটও ভালো ছিল। অন্যান্য জায়গার চেয়ে এখানে সুবিধা ভালো। অনুশীলনও ভালো হচ্ছে।’
মুমিনুল আরও বলেন, ‘আমি আজকেই এলাম, অনুশীলন করলাম। এখন হয়তো ম্যাচের আগের দিন জানব (খেলব কিনা)। আমি জানি না, খেলব কী খেলব না। খেললে তখন বুঝতে পারব, আমার দায়িত্বটা কী। খেলব কী খেলব না, সেটা টিম ম্যানেজমেন্ট জানে। প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। যে দলেই খেলি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। রংপুরও সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। যতটুক পারি দলের জন্য অবদান রাখার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post