স্পোর্টস ডেস্ক:: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের ম্যাচের স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিক সিঙ্গাপুর। সুরভীর জোড়া গোলে বাংলার মেয়েরা স্বাগতিক মেয়েদের পাত্তাই দেয়নি। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।
সুরভী দু’টি গোলই করেছেন পেনাল্টি থেকে। ম্যাচের ২১তম মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল আদায় করেন সুরভী। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ১-০ গোলের লিড নিয়েই। পিছিয়ে থেকে বিরতিতে যায় সিঙ্গাপুর।
বিরতিরপর খেলা শুরু হলে দ্রুতই বাংলাদেশ ব্যবধান বাড়ায়। ম্যাচের ৫৫তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন সুরভী। বাংলাদেশ লিড নেয় ২-০ গোলে। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে খেলতে থাকে মেয়েরা।
ম্যাচের ৬২তম মিনিটে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সুলতানা। তার গোলেই বাংলাদেশের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। পরবর্তী রাউন্ডে যেতে হরে ম্যাচটি জয়ের কোনো বিকল্প না ছিলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।
আগামি ১৬ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড অনুষ্টিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post