স্পোর্টস ডেস্ক:: জয়স্বী জসওয়াল অপরাজিত থাকলেন। তবুও সেঞ্চুরির আক্ষেপ থাকলো তার। ৯৩ রানে অপরাজিত থাকতেই যে ম্যাচ শেষ হয়ে গেছে। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে তার দল ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে।
ঘরের মাঠে আগে ব্যাট করা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ১৫২ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ভারত কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে।
১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারতের হয়ে দারুণ ব্যাটিং করেছেন দুই ওপেনার জয়স্বী জসওয়াল ও শুবমান গিল। দু’জনের অপরাজিত ব্যাটে ভারত ১৫.২ ওভারে ম্যাচ জিতেছে ১০ উইকেটে। জসওয়াল ৯৩ রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। ৫৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় সাজান মারমুখী ইনিংসটি। আরেক ওপেনার অধিনায়ক গিল হাফ সেঞ্চুরি করে থাকেন অপরাজিত। ৫৮ রানের ইনিংস খেলেছেন ৩৯ বলে ছয় চার ও দুই ছক্কায়।
জিম্বাবুয়ের কোনো বোলারই উইকেটের দেখা পাননি।
হারারেতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা, মাধভেরেদের ব্যাটে চড়ে ৭ উইকেটে ১৫২ রান তুলতে সমর্থ হয়। তিন ছক্কা ও দুই চারে ২৮ বলে ৪৬ রান করেছেন রাজা। তিন চারে ৩১ বলে ৩২ রানর করেছেন মারমুমিনা। এছাড়াও ওয়েসলে মাধভেরে করেছেন ২৫ রান। ২৪ বলের ইনিংসে তিনি চার হাঁকিয়েছেন চারটি।১২ রান করেছেন দিয়ন মায়ার্স।
ভারতের হয়ে খালেদ সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
Discussion about this post