স্পোর্টস ডেস্ক:: নারীদের টি-২০ এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দল অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, তাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। নারী দলের প্রধান কোচ তিলকারত্ম দিলশান ও বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।
বাংলাদেশ নারী দল সবশেষ দুই সিরিজে বাজে ভাবে হেরেছে। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছ টাইগ্রেসরা। সবশেষ এশিয়া কাপেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল ঘরের মাঠেই বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে।
এবারো সেই ‘দুর্বল’ ব্যাটিং লাইনআপ নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে নারী দল। সংবাদ সম্মেলনে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এশিয়া কাপ আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য অন্য রকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় বিপ্লব (রেভল্যুশন) হয়েছে।’
লক্ষ্য সেমিফাইনাল জানিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post