স্পোর্টস ডেস্ক::নারীদের টি-২০ বিশ্বকাপের সবশেষ চার আসরে একটি জয়ও ছিলো না বাংলাদেশের। এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেই জয়হীন থাকার রেকর্ড কাটিয়েছে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ এখনো সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নারী দল পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়।
ইংল্যান্ড নারী দলকে হারানোর বড় সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি নিগার সুলতানার দল। অল্প টার্গেট চেঞ্জ করতে গিয়েও ব্যর্থ হন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ইংলিশ মেয়েদের কাছে হারলেও এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর শেষ চারে যেতে হলে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবেই বাংলাদেশের নারীদের। তাহলে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে শেষ চারে খেলতে পারে টাইগ্রেসরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত রাত ৮টায়। এই ম্যাচ জিতলে বেঁচে থাকবে শেষ চারের আশা। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ ভালো ব্যাটিং করতে হবে টাইগ্রেসদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বলেন, ‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে হতাশা জনক ব্যাটিং ছিলো, তা কাটিয়ে জয়ে ফিরতে চান জানিয়ে নিগার সুলতানা বলেন ‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। গত দুই ম্যাচে বোলাররা খুব ভালো করেছে। কিন্তু ব্যাটিং নিয়ে ধুঁকছি। কাজেই আমরা এখানে উন্নতি করতে।’
নিজের ব্যাটিং নিয়ে জ্যোতি বলেন, ‘আমি সবসময় চাই উপভোগ করতে। তবে ব্যাটিংয়ে যখন নামি, সবসময় আমার মাথায় থাকে যে, টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতির দাবি যা থাকে, তা মেটাতে হবে। তার পরও গত দুই ম্যাচে হয়তো নিজের খেলাটা আমি খেলতে পারিনি। দলের জন্য আরও অনেক কিছু অবশ্যই করতে পারি আমি। পরের ম্যাচে নিজের সেরাটা খেলতে চাই।’
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছিলেন, সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তারা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই স্বপ্নকে জিইয়ে রাখতে চান জানিয়ে জ্যোতি আরও বলেন, ‘গ্রুপ পর্বে সবাই কিন্তু এখনও পর্যন্ত একটি করেই ম্যাচ জিতেছে। আমাদের চোখ সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারলে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব সুযোগটা যেন নিতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/.০০