নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের টি-২০ ফরম্যাটের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে সাত রানে হারিয়ে টিকে রইলো খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এলিমিনেটর ম্যাচে নুরুল হাসানের সোহানের হাফ সেঞ্চুরিতেই জিতেছে খুলনা।
আগে ব্যাট করা খুলনা সোহানের ফিফটিতে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। টিকে থাকার ম্যাচে চট্টগ্রাম লড়াই করেও শেষ পর্যন্ত পারেনি। ১৩৯ রানেই থামতে হয়েছে তাদেরকে। পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বার দল খেলেছে কোয়ালিফায়ার ম্যাচটি। বিকেলে প্রথম সেমিফাইনালে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুরপুর।
টস হেরে ব্যাট করতে নামা খুলনা অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক প্রান্ত আগলে রেখে নুরুল হাসান সোহান ব্যাট হাতে একাই লড়াই করেন। তার হাফ সেঞ্চুরিতে ভর করেই খুলনা ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে হাফ সেঞ্চুরিয়ান সোহান ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন। ৩৯ বলের ইনিংসে ছয়টি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন আজিজুল হাকিম তামিম। এছাড়াও ১৮ রান করেছেন নাহিদুল ইসলাম। ১৭ রান করেছেন ইমরুল কায়েস। ১৬ রান এসেছে মিঠুনের ব্যাট থেকে।
চট্টগ্রামের হয়ে আহমেদ শরিফ চারটি ও ফরহান হোসেন তিনটি করে উইকেট লাভ করেন।
১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা চট্টগ্রাম খুলনার কিপ্টে বোলিংয়ে নির্ধারিত ওভার ছয় উইকেটে ১৩৯ রানে থামে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। ২৭ বলের ইনিংস সাজিয়েছেন তিন চার ও দুই ছক্কায়। ১৪ বলে ২৩ রান করেছেন শাহাদত দীপু। তিন চার ও দুই ছক্কায় ২৭ বলে ৩৪ রান করে নাঈম হাসান অপরাজিত থাকলেও ম্যাচ জেতাতে পারেননি।
খুলনার হয়ে টুটল ও মেহদী হাসান দু’টি করে উইকেট লাভ করেন।
এস্নপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০