নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দারুণ শুরু পায়। তবে ম্যাচে সৌম্যের এক নট আউট সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক হয়।
বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বল। বিনুরা ফার্নান্দোর ব্যাক অব অ্যা লেন্থ ডেলিভারিতে পুল শট খেলতে যান সৌম্য সরকার। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ ঘটাতে না পারায় বটম এজ হয়ে কট বিহাইন্ড হন সৌম্য। শ্রীলঙ্কান বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল আউট দেন।
কিন্তু রিভিউ নেন সৌম্য। আর সেই রিভিউতে পাল্টে যায় সিদ্ধান্ত। আল্ট্রা এজে দেখা যায় স্পাইকের সময় ব্যাট-বলের মাঝে কিছুটা গ্যাপ রয়েছে। আর তাই দেখে টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল নট আউটের সিদ্ধান্ত জানান।
তবে সেই সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি শ্রীলঙ্কা দল। মাঠেই প্রতিবাদমুখর হন ম্যাথিউস-আসালঙ্কারা। যদিও তাতে কাজ হয়নি খুব একটা। আম্পায়ার নিজের সিদ্ধান্তে অটল থাকেন। আর এতে বেঁচে যান সৌম্য। এই নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।
এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুঁড়ে যায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কাছে। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই বাঁহাতি তারকা। সতীর্থদের সাথে ওই সময় ডাগ আউটে আলোচনাও করেননি। থার্ড আম্পায়ারের উপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন।
এই প্রসঙ্গ নিয়ে শান্ত বলেন, ‘আউটের ওই বিষয় নিয়ে কথা বলিনি (ডাগ আউটে সতীর্থদের সাথে)। আর সুন্দর করে…ওইটা পরিষ্কারই, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না যে, মন্তব্য করার প্রয়োজন আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post