নিজস্ব প্রতিবেদকঃ বিসিবি একাদশের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলছে আইরিশরা। বুধবার সিলেটে বিসিবি একাদশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডেহানির প্রথম উইকেট জুটিতে করেন ৫৩ রান। এরপর অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি জুটি গড়েন স্টার্লিংয়ের সাথে। ৪৭ বলে ফিফটি করেন স্টার্লিং। ফিফটির পরই অবশ্য ফিরে যান তিনি। দলীয় ১০৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। আউট হওয়ার আগে ৫০ বলে ৫৪ রান করেন স্টার্লিং। তাঁকে বোল্ড করেন সৌম্য সরকার।
স্টার্লিং ফেরার পরই হানা দেয় বৃষ্টি। ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১১৭ রান। ২২.১ ওভারে ২ উইকেট হারিয়েছে আইরিশরা। উইকেটে আছেন অধিনায়ক বালবার্নি ও হ্যারি টেকটর। বিসিবি একাদশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা ও সৌম্য সরকার।
এর আগে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের মধ্যকার ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটি। কিন্তু সকাল থেকে সিলেটে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয় নি টস। সাড়ে ৯টার পরে উইকেট থেকে সরানো হয় কভার। এর ঘণ্টাখানেক পর (সাড়ে ১০টা) শুরু হয়েছে ম্যাচে।
বিসিবি একাদশ- সৌম্য সরকার, জাকির হাসান, আশফাক আহমেদ রোহান, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী (অধিনায়ক), আকবর আলী, শামীম হোসেন, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুশফিক হাসান।
আয়ারল্যান্ড একাদশ- অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, আন্দ্রে ম্যাকব্রিনি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post