স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে চমক অ্যাস্টন ভিলা। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে ভালোই এগিয়েছে দলটি। দুর্দান্ত পারফর্ম করছেন এই দলের ফুটবলাররা। বিশেষ করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ আছেন ফর্মের তুঙ্গে। ভিলার ফরোয়ার্ডরাও আছেন ছন্দে। তাতে লিগ টেবিলে চেলসি-সিটির মত ক্লাবকে একবার হলেও পেছনে ফেলে তারা।
উড়তে থাকা ভিলা গত রাতে অবশ্য জিততে পারে নি। মঙ্গলবার রাতে নিজেদের হারিয়ে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চে ঠাসা ম্যাচটি ৩-২ গোলে হেরেছে তারা। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তরুণ অ্যালেজান্দ্রো গারনাচো। ভিলার গোলরক্ষক মার্টিনেজকে দুইবার ফাঁকি দিয়েছেন উঠতি এই তারকা। ইউনাইটেডের হয়ে অন্য গোলটি করেন গাসমুস হয়লুন।
২১ মিনিটে জন ম্যাকগিন ও ২৬ মিনিটে গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে নেন লেন্ডার ডেনডোনকার। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারে নি ইউনাইটেড। এরিক টেন হ্যাগের শিষ্যরা দ্বিতীয়ার্ধের ৩ গোলে জয় নিশ্চিত করে। মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে ৫১ মিনিটে প্রথম জালের দেখা পান গারনাচো। ৭১ মিনিটে পরের গোলটিও আর্জেন্টাইন ফুটবলারের। এরপর জয়ের স্বপ্ন বুনতে থাকে স্বাগতিকরা। রাসমুন্ড ৮২ মিনিটে গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।
এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে টেবিলের তিনে। ৪১ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল। একই দিনে তারা হারিয়েছে বার্নলিকে। দুইয়ে নেমে গেছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post