স্পোর্টস ডেস্ক:: শৈশব-কৈশোর থেকেই স্বপ্ন বুন ছিলেন। সেই স্বপ্ন পূরণ হচ্ছিলো হচ্ছিলো বলেও হচ্ছিলো না। বারবার আটকে গেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের স্বপ্ন। শৈশব-কৈশোর পেরিয়ে ভরা যৌবনে এবার স্বপ্ন পূরণের পথে হাটছেন এমবাপে।
পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে স্বপ্নের ক্লাব রিয়ালে খেলার স্বপ্ন পূরণের পথে তিনি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। মৌসুম শেষেই পাড়ি জমাবেন মাদ্রিদে। কৈশোর থেকেই যে ক্লাবে খেলার স্বপ্ন নিয়ে তিনি বড় হয়ে ছিলেন।
ফুটবল পায়ে দুর্দান্ত গতি, ড্রিবলিং, স্কোরিংয়ের অসাধারণ প্রতিভা নিয়ে বেড়ে উঠা এমবাপের এই স্বপ্ন আরো বহু আগেই পূরণ হতো। তবে সেই সুযোগ মিলেনি। স্বপ্নের পেছনে ছুটার আগেই বাঁধা পড়েন পিএসজির বেড়াজালে। ২০১৭ সালে মোনাকো থেকেই এমবাপেকে দলে ভিড়িয়ে নেয় পিএসজি। আগামির তারকাকে চিনতে ভুল করেনি প্যারিসের ক্লাবটি। চুক্তির বেড়াজালে তাই বেঁধে ফেলে।
গত সাত বছর থেকে এমবাপে রিয়ালে যাওয়ার চেষ্টা করেছেন, মাদ্রিদের জার্সিতে মাঠে নামার স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন। রিয়ালও সব সময়ই হাতি বাড়িয়ে রেখেছিলো। বেরসিক পিএসজি প্রতিবারই আটকে দিতো। যতবারই রিয়াল ফরাসি তারকাকে নিতে চেয়েছে, পিএসজি চুক্তির বেড়াজালে আটকে রেখেছে। এমনও হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকেও নাক গলাতে হয়েছে।
২০২১ সালে দুই ক্লাব রীতিমতো যুদ্ধে জড়ায়। পিএসজি ছাড়বে না, আর রিয়াল এমবাপেকে নেবেই। তবে শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। এরপর থেকেই ক্লাবের সাথে মতবিরোধ শুরু হয় এমবাপের। অবস্থা এমন দাঁড়িয়ে ছিলো ঘরোয়া লিগে পিএসজি সাইড বেঞ্চে বসিয়ে রাখছিলো বিশ্ব ফুটবলের এই বড় তারকাকে।
বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরপরই এমবাপে আর অপেক্ষা করেননি। পিএসজি ছাড়ার ঘোষণা দেন। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদও বার্ষিক ১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ২ কোটি ইউরো বেতন ধরেই রেখেছে। সঙ্গে আছে বোনাসও। মৌসুম শেষে তাই রিয়ালের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হবে এমবাপের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post