স্পোর্টস ডেস্কঃ অলিম্পিকে ছেলেদের হকিতে স্পেনকে ২–১ গোলে হারিয়ে ব্রােঞ্জ জিতেছে ভারত। জোড়া গোল করেন ভারতের হারমনপ্রীত সিং। অলিম্পিকের হকি থেকে এ নিয়ে ১৩তম পদক জিতল ভারত।
প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটর মাথায় হঠাৎ আক্রমণে এসে পেনাল্টি কর্নার জিতে নেয় স্পেন। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্ক মিরালেস। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শেষে পেনাল্টি কর্নার থেকে গোলশোধ দেন ভারতের হরমনপ্রীত সিংহ। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পেয়ে যায় ভারত। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০