স্পোর্টস ডেস্ক:: আগের রাতে আফগানিস্তানের কাছে হেরেছেন, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দিয়েছেন ‘বিস্ফোরক’ তথ্য। আলোচনা-সমালোচনায় থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ ডেকেছেন সংবাদ সম্মেলনে।
আজ বৃহস্পতিবা দুপুর ১২টায় জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। তবে তা কোথায় হবে তা এখনো জনাননি। সকাল ১১টা নাগাদ সংবাদ সম্মেলনের স্থান জানানো হতে পারে।
ঘটনার সূত্রপাত ম্যাচের আগের দিন তামিম ইকবালের একটি বক্তব্যকে কেন্দ্র করে। সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক জানান, তিনি শতভাগ ফিট নন। তবে ম্যাচ খেলবেন। প্রথম ম্যাচ খেলেই নিজের শারীরিক অবস্থা বুঝবেন। কতটা ফিট সেটা বুঝার জন্যই প্রথম ওয়ানডে খেলবেন তিনি।
এমন বক্তব্যের পর ক্ষুব্ধ হন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক কতটা ফিট বা আনফিট সেটা কেন গণমাধ্যমে বলা হলো? আনফিট হলে তিনি কেন খেলবেন? এনিয়ে প্রশ্ন তুলেন তিনি। বসেন তামিমের সঙ্গে। আসেনি সমাধান।
এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধান কোচ। জানান আনফিট তামিম ইকবালের খেলার প্রয়োজন নেই। এনিয়ে পাপনও কথা বলেন অধিনায়কের সঙ্গে। ভেতরে ভেতরে চলে বাক যুদ্ধ।
শেষ পর্যন্ত তামিম ইকবাল খেলেন এবং দলও বাজে পারফরম্যান্স করে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায়। বৃষ্টি আইনে আফগানরা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে লিড নেয়। এরপরই জরুরী সংবাদ সম্মেলনে ডেকেছেন অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post