স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনাল। ম্যাচটি জিতলেই শিরোপা জেতা সহজ হয়ে যাবে। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালকে টপকে শিরোপা জেতার সুযোগ হবে। আর্সেনাল-ম্যানচেস্টার সিটির ম্যাচটি তাই রীতিমতো ফাইনালে রূপ নিলো। কেভিন ডি ব্রুইনের জোড়া গোলের সঙ্গে হল্যান্ডদের গোলে আর্সেনালকে গুড়িয়ে সেই ফাইনাল জিতে নিলো সিটি।
ম্যাচটি শুরুর আগে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলো আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো সিটি। দুই দল নিজেদের বাকী ম্যাচগুলো সহজেই জিতে যাওয়ার কথা। ম্যাচ শেষে আর্সেনাল থেকেছে ৭৫ পয়েন্টেই। তাদের এক হালি গোল দিয়ে ম্যানসিটি পয়েন্টের ব্যবধান কমিয়েছে। পেপ গার্দিওয়ালার দলের পয়েন্ট এখন ৭৩।
প্রিমিয়ার লিগের শিরোপা উঠবে কার হাতে? সেটা দেখতেই অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। ম্যাচটি হারলে শিরোপার দৌড় থেকে অনেকটা ছিটকে পড়তে সিটি। এমন কঠিন ম্যাচে জ্বলে উঠা দলটি বড় ব্যবধানেই জিতেছে। লিগ শিরোপার নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই। কেভিন ডি ব্রুইনের জোড়া গোলে আর্সেনালকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে। প্রিমিয়ার লিগের ‘অলিখিত’ ফাইনালে রুখে দিয়েছে আর্সেনালকে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে আর্সেনালকে হারাতেই হতো সিটিকে। গার্দিওয়ালার দল প্রত্যাশা মতো জয় নিয়েই মাঠ ছেড়েছে।
মিকেল আর্তেতার দল ম্যানসিটির সামনে পড়ে যেনো অচেনা হয়ে পড়ে। কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে গোলের হালি পূর্ণ করেছে সিটি। শান্তনার এক গোলে দ্বিতীয়ার্ধে কেবল ব্যবধান কমিয়েছে আর্সেনাল।
ম্যাচের শুরুতেই কেভিন ডি ব্রুইনের গোলে লিড নেয় ম্যানসিটি। ৭ম মিনিটে তার গোলেই এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় এই লিড ধরে রেখে যায় গার্দিওয়ালার দল। বিরতির টিক আগ মুহূর্তে ব্যবধান বাড়ায় দলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে জন স্টোনস সিটিকে এগিয়ে দেন ২-০ গোলে। পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো মিকেল আর্তেতার দল। তাতে বাধ সাধে কেভিন ডি ব্রুইন। দশ মিনিটের মধ্যেই নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ম্যাচের ৫৪তম মিনিটে তাই সিটি লিড নেয় ৩-০ গোলের। ৮৬তম মিনিটে আর্সেনালের রব হোল্ডিং ব্যবধান কমান। ম্যাচের স্কোর লাইন ৩-১ করেন।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্লিং হল্যান্ড। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার গোলেই ম্যানসিটির ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয়।
৩৩ ম্যাচে ২৩ জয়ে ৭৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে আর্সেনাল। তবে তাতে শিরোপা নিয়ে শঙ্কায় পড়েছে দলটি। দুই ম্যাচ কম খেলা ম্যানসিটি ৩১ ম্যাচে ২৩ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনালের ঘাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post