স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকার। ফর্মে না থেকেও এই বাঁহাতি ব্যাটার দলে ডাক পান নতুন করে। নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে রান পান নি তিনি। বাংলাদেশের ক্রিকেটে সৌম্যর উত্থানটা এই হাথুরুর হাত ধরে। তাঁর প্রথম মেয়াদে জাতীয় দলে অভিষেক হয়েছিল সৌম্যর। পরবর্তীতে নিজের সবচেয়ে খারাপ সময়ে লঙ্কান এই কোচকে নিজের পাশে পেয়েছেন এই ব্যাটার।
বারবার ব্যর্থ সৌম্য ফের কেন দলে? বুধবার নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরুসিংহে। অবধারিতভাবেই সৌম্যকে নিয়ে প্রশ্নবাণ ছুটে গেছে তার দিকে। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বার বার সুযোগ পেয়েও কেন তা কাজে লাগাতে পারছেন না তা জানা নেই লঙ্কান এই কোচের।
হাথুরু, ‘শেষ ম্যাচে সৌম্যের খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানি না। শুধু সর্বশেষ ম্যাচটা দেখেছি। আমি জানিনা সৌম্যের সমস্যা কি। ও ঘরোয়াতে রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post