স্পোর্টস ডেস্কঃ আগামী শনিবার এফএ কাপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি- ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জিততে পারলে মৌসুমের দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে এরিক টেন হাগের দল। গত ফেব্রুয়ারিতে তারা জিতে নিয়েছে লিগ কাপ। এফএ কাপ জিততে পারলে সিটির ট্রেবল জয়ের আশাও ভেঙে দিতে পারবে তারা। যদিও দুর্দান্ত ছন্দে আছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জেতা দলটি নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
ফাইনালে সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে আটকে রাখতে আত্মবিশ্বাসী ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এই ফ্রেঞ্চ ডিফেন্ডার বলেন, ‘ভয়? প্রশ্নই আসে না। ভয় কেন থাকবে? হ্যাঁ, সে খুব ভালো ফুটবলার। আমরা সবাই জানি তা। তবে সিটির বিপক্ষে বিপদটা আসলে সব জায়গাতেই। তারা পরিপূর্ণ এক দল।’
সিটির ডি ব্রুইনে-হালান্ড জুটি বেশ ভয়ঙ্কর। বেলজিয়াম মিডফিল্ডার দারুণ বলের যোগান দেন গোলমুখে। সেটি কাজে লাগিয়ে নামের পাশে ১৬ গোল করেছেন হালান্ড। ভারানে বলেন, ‘তারা সেট-প্লে থেকে গোল করতে পারে, বল দখলে রেখে করতে পারে এবং দ্রুত খেলার ধরন বদলেও গোল করতে পারে। বিশেষ করে ডি ব্রুইনের সঙ্গে হালান্ডের যে সংযোগ, ওই পাসগুলি ডিফেন্ডারদের জন্য ঠেকানো কঠিন। আমরা চেষ্টা করব ওই সংযোগ অকার্যকর করে দেওয়ার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post