স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা আফগানিস্তান আজ লড়ছে ভারতের বিপক্ষে। দিল্লিতে বুধবার আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে তারা। স্বাগতিকদের বিপক্ষে ২৭২ রান করেছে আফগানরা। দুই ব্যাটার হামশাতউল্লাহ শহিদী ও আজমাতউল্লাহ ওমরজাই হাঁকিয়েছেন ফিফটি। দুজনের জুটিতে চ্যালেঞ্জিং এই সংগ্রহ পায় আফগানিস্তান।
অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরুটা করেছিলেন মন্দের ‘ভালো’। অবশ্য পাওয়ার-প্লে’তে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দলীয় ৩১ রানে জসপ্রীত বুমরাহকে উইকেট দেন ইব্রাহিম। ৪টি চারে এই ওপেনার ২২ রান করেন ২৮ বল খেলে। তিনে নামা রহমত শাহকে নিয়ে জুটি বড় গড়ার ইঙ্গিত দিয়েছিলেন গুরবাজ।
তবে সেটি হয় নি শার্দুল ঠাকুরের দর্শনীয় ক্যাচে। হার্দিক পান্ডিয়াকে পুল করেন গুরবাজ। ডিপ ফাইন লেগে দাড়িয়ে থাকা ঠাকুর প্রথমে ছয় বাঁচান, বাউন্ডারি লাইন ছাড়িয়ে যাওয়ার আগে বলটি তিনি উপরের দিকে ছুড়ে দেন। এরপর সেটি আবার ক্যাচ বানিয়ে নেন তিনি। ৩ চার ও ১ ছক্কায় গুরবাজ করেন ২১ রান, ২৮ বল খেলে। দলীয় ৬৩ রানে আফগানদের বিপদ বাড়ান রহমতও। ঠাকুরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১৬ রানে।
এরপর জুটি গড়েন হাশমাতউল্লাহ ও আজমাতউল্লাহ। দুজনই জোড়া ফিফটি তুলে নেন। আফগান দলপতি ক্যারিয়ারের ১৭তম ফিফটির দেখা পান ৫৮ বলে। আজমাত ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকান ৬২ বলে। অবশ্য তাদের দুজনের কেউই আর ফিফটির ইনিংসকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেন নি। অলরাউন্ডার আজমাত ২টি চার ও ৪টি ছক্কায় ৬২ রানে হার্দিকের বলে ফিরে যান। আর শহিদী ৮৮ বলে ৮০ করে কুলদীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
বাংলাদেশ ম্যাচের মত আজও হাসে নি নাজিবউল্লাহ জাদরানের ব্যাট। মোহাম্মদ নবিও ইনিংস বড় করতে ব্যর্থ। শেষদিকে রশিদ খানের ১৬ ও মুজিব উর রহমানের ১০ রানের সুবাদে ২৭২ রানের পুঁজি পায় আফগানিস্তান। ভারতের হয়ে সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। ১০ ওভারে ৩৯ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। জন্মদিনে এই পেস অলরাউন্ডার ওমরজাই ও গুরবাজকে ফিরিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post