স্পোর্টস ডেস্কঃ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে অলআউট হয়েছে ভারত। হাসান মাহমুদ শিকার করেছেন ৫ উইকেট। স্বাগতিকদের স্কোর দাঁড়িয়েছে ৩৭৬। হাসানের ৫ শিকার ছাড়াও তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৯ রান করেছিল ভারত। আজ দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৪ রান যোগ করতেই উইকেট হারায় স্বাগতিকরা। ৮৬ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি। নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ। টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ।
তাসকিনের করা ৮৯তম ওভারের পঞ্চম বলে তাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন আকাশ। সহজ ক্যাচ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৭ রান এসেছে তার ব্যাট থেকে। দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান। এরপর জাসপ্রিত বুমরাহকে স্লিপে আউট করে ৫ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন হাসান। ক্যারিয়ারে এটি তাঁর টানা দ্বিতীয় ৫ উইকেট শিকার। এর আগে পাকিস্তানের মাঠে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।