নিজস্ব প্রতিবেদকঃ অভিষেকে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ তৌহিদ হৃদয়ের। ৯২ রানে আউট হয়েছেন অভিষিক্ত এই ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৮৫ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি থেকে ৮ রান দূরেই থামলেন তিনি। নার্ভাস নাইন্টিতে আজ কাটা পড়া দ্বিতীয় ব্যাটসম্যান এই ডানহাতি! এর আগে সাকিব আল হাসান আউট হয়েছেন ৯৩ রান করে। হৃদয় তাঁর ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ২টি চার।
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে না পারলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন হৃদয়। তার আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ৬৩ রান করেছিলেন নাসির হোসেন। এদিকে নার্ভাস নাইন্টিতে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হৃদয়। তার আগে নব্বই পেরিয়ে আউট হওয়া পাঁচ ব্যাটসম্যান- স্টিফেন ফ্লেমিং, ফিল জ্যাকস, ইয়ন মরগ্যান, রাসি ফন ডার ডাসেন ও শামারা ব্রুকস।
শনিবার সিলেটে আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল (৩)। আরেক ওপেনার লিটন দাস উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। দারুণ তিনটি শটও দেখা যায় তার ব্যাটে। তবে ব্যক্তিগত ২৬ রানে কার্টিস ক্যাম্ফারের বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরেন।
তিনে নামা নাজমুল হোসেন শান্তও আজ বড় স্কোর গড়তে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে অ্যান্ড্রু ম্যাকব্রেইনের বলে বোল্ড হয়ে যান। ৮১ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব এবং অভিষিক্ত হৃদয়। দুজন গড়েন শতরানের জুটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post