নিজস্ব প্রতিবেদকঃ রোমাঞ্চকর জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। টস হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নবির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। জবাবে শুরুতে চাপে পড়লেও পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামীম হোসেনের ৪৩ বলে ৭৩ রানের জুটিতে জয়ের পথ সহজ করে ফেলে বাংলাদেশ।
শেষ ৫ বলে ২ রান দরকার পড়ে বাংলাদেশের। কিন্তু শেষ ওভারের হ্যাটট্রিক করে ম্যাচে উত্তেজনা তৈরি করেন আফগান পেসার করিম জানাত। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ২ উইকেটের জয়ের স্বাদ পায় টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিব আল হাসানের দল দল। ৩২ বলে ৪৭ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংসে দলকে জয়ের কাছ নিয়ে যান হৃদয়। কিন্তু শেষ ওভারে তিনি কেবলই দর্শকের ভূমিকায়!
শেষ ৬ বলে মূলত বাংলাদেশের দরকার ছিল ৬ রান। হাতে ৫ উইকেট। এমন অবস্থায় মেহেদি হাসান মিরাজ মিড উইকেট দিয়ে দারুণ একটি চার মেরে সমীকরণ নামিয়ে আনেন ৫ বলে ২ রানে। কিন্তু ম্যাচে রোমাঞ্চ তখন আরও বাকি। আফগান ডানহাতি পেসার করিমের বলে মিড উইকেটে মিরাজ ক্যাচ দেন মোহাম্মদ নবিকে। পরের দুই বলে তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে আউট করে হ্যাটট্রিক তুলে নেন করিম। বাংলাদেশ পড়ে যায় ২ বলে ২ রানের সমীকরণে।
পঞ্চম বলে নতুন ব্যাটার শরিফুল ইসলাম সুইপার কাভার দিয়ে চার মারেন করিমের লেংথ ডেলিভারিতে। ফলে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাচ শেষে হৃদয়ের হাতে উঠেছে সেরার পুরষ্কার। এর আগে দল যখন বিপাকে তখন শামীমের সাথে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন হৃদয়। ১৮তম ওভারে রশিদ খানকে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন শামীম। ম্যাচ শেষ করে আসতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
ম্যাচ শেষে হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন নিজের তৃপ্তির কথা। তাঁর কাছে এই জয় বিশেষ কিছু। হৃদয় বলেন, ‘শুধু আফগানিস্তানের জন্য নয়, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই এমন ম্যাচ জিততে পারলে দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এ রকম ম্যাচ খুব কমই হয়। আমি যেহেতু শেষ পর্যন্ত ছিলাম, যেহেতু শেষ করে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। এমন সুযোগ সব সময় আসে না। সুযোগ কাজে লাগানোটা যেকোনো ব্যাটসম্যানের জন্যই বড় ব্যাপার। সেটা করতে পেরে ভালো লাগছে।’
শামীমের সাথে জুটি প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আমি শামীমকে একটা কথাই বলেছিলাম। আমি, তুই দুজনই ব্যাটসম্যান। আমরা এমন অনেক ম্যাচ জিতিয়েছি ঘরোয়া ক্রিকেটে। যেহেতু আমরা মিডল অর্ডারে ব্যাটিং করি, আমরা যদি দুই-এক ওভারে ছন্দটা আমাদের দিকে আনতে পারি, তাহলে ম্যাচ বদলে যাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। দুটি ওভারেই ছন্দ পাল্টে গেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post